আজকের সারাদেশ রিপোর্ট:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১,২৩২ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।
সোমবার (০২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল। নতুন দাম আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।
বিইআরসি চেয়ারম্যান বলেন, “সরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। আগের মতোই ৫৯১ টাকা থাকবে। এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১০২.৭ টাকা নির্ধারণ করা হয়েছে।”
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার জন্য সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।
এর আগে গত ডিসেম্বরে কমিশন এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ২৯৭ টাকা। নভেম্বর মাসে রান্নার জন্য ব্যবহৃত এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১,২৫১ টাকা। শেষবার এলপিজি-এর ১২ কেজি সিলিন্ডারের দাম কম ছিল গত বছরের অক্টোবর মাসে। তখন সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।