ভোর ৫:৩৪, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম শহরের অদূরে স্পোর্টস ভিলেজ করতে চায় জেলা প্রশাসন

আজকের সারাদেশ রিপোর্ট:

চট্টগ্রামের শহরের অদূরে স্পোর্টস ভিলেজ করার আগ্রহের কথা জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার (২ জানুয়ারি) সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল যুব গেমস এর ২০২৩ আসরের চট্টগ্রাম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পদাধিকার বলে জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারও সভাপতি।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ব্যস্ততম বন্দর নগরীতে শিশুদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। এজন্য আমরা চিন্তা করেছি, চট্টগ্রামে শহরের অদূরে একটি স্পোর্টস ভিলেজ হবে। যেখানে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, এথলেটিক্সসহ সকল ধরনের খেলাধুলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।’

তিনি আরো বলেন, ‘স্পোর্টস ভিলেজ করার জন্য আড়াইশ থেকে তিনশ একর জমির প্রয়োজন। ইতোমধ্যে আমরা জমি খোজার কাজ শুরু করেছি। সেখানে মেয়েদের খেলার জন্যও পৃথক ব্যবস্থা থাকবে।’

“আগামী ৫-৭ বছরের মধ্যে অলিম্পিক পর্যায়ে পদক লাভের সক্ষমতা অর্জনে চট্টগ্রামের উপজেলা পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।”— যোগ করেন জেলা প্রশাসক

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আ জ ম নাছির উদ্দীন, লে কর্ণেল মো. মুনিরুজ্জামানসহ প্রমুখ। প্রতিযোগিতার আটটি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, দাবা, ঊশু, কারাতে, ব্যাডমিন্টন, তায়াকান্দো ও টেবিল টেনিস। চট্টগ্রামের ১৫ উপজেলাসহ মহানগরের প্রতিযোগীরা এসব ইভেন্টে অংশগ্রহণ করেছেন

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল