সকাল ৮:১০, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ক্রীড়াবিদদের সক্ষমতা অর্জনে কাজ করবে মহিলা ক্রীড়া সংস্থা

আজকের সারাদেশ রিপোর্ট:

চট্টগ্রামে নারী ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সক্ষমতা অর্জনে কাজ করতে চায় জেলার মহিলা ক্রীড়া সংস্থা। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই কথা বলেছেন সংস্থাটির কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির সভানেত্রী তানজিয়া রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

সভায় জেলা প্রশাসক বলেন, মহিলা ক্রীড়া সংস্থার মূল উদ্দেশ্য হলো ক্রীড়াজগতে নারীদের ব্যাপকভাবে বিচরণ করার সুযোগ করে দেওয়া। নারীদেরকে আরও বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের সমতা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।

সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান চট্টগ্রামের নারী ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কয়েকটি পরিকল্পনা পেশ করেন।

তিনি বলেন, মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে দৃশ্যমান করা হবে; স্পোর্টস ক্যালেন্ডার প্রণয়নপূর্বক বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সুনির্দিষ্ট সময়ে আয়োজন করা হবে; উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় অন্বেষণ করা হবে; যাতে তারা আঞ্চলিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে সক্ষম হয়; মহিলাদের উন্নত মানের ট্রেনিং প্রদান, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরন, ক্রীড়া অবকাঠামো উন্নয়নসহ আরো পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য লাভের জন্য টার্গেট ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল