ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপ যেন দুহাত ভরেই দিয়েছে এনজো ফার্নান্দেসকে। বিশ্বকাপ জয়ের পদক তো গলায় ঝুলিয়েছেনই, সঙ্গে পেয়েছেন প্রতিযোগিতার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও। ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই আর্জেন্টাইনকে।
সেই ফুটবলারের বিরুদ্ধে কিনা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনল তাঁর ক্লাব বেনফিকা। এনজোকে কঠোর বার্তাও দিয়ে রেখেছেন ক্লাবটির কোচ। তবে এনজোকে বিক্রি করতে চায় না ক্লাবটি। চেলসির মোটা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রোনালদোর দেশের ক্লাবটি।
এনজোর বিরুদ্ধে ক্লাবের অভিযোগ হলো-বিশ্বকাপের পর ছুটি শেষে ক্লাবে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার। কিন্তু কদিন না যেতেই নতুন বছরের শুরুতে আবার দেশে ফিরে যান তিনি।
এর পেছনের কারণ একটিই। মূলত এনজো বেনফিকায় থাকতে আর আগ্রহী নন। তিনি বার বার অনুরোধ করেছেন ছেড়ে দিতে। তিনি ব্রাগার বিরুদ্ধে ম্যাচটি খেলতে চাননি। কিন্তু ক্লাব রাজি না হওয়ায় বাধ্য হয়ে তাঁকে সেই ম্যাচ খেলতে হয়। সেই রাগেই তিনি ফেরত যান দেশে।
এনজোকে কিনতে আগ্রহী চেলসি। তবে ত কোনেভাবেই ভবিষ্যতের এই সম্পদকে চেলসিতে বিক্রি করতে চায় না বেনফিকা।
বেনিফিকার মুখপাত্র বলেছেন, ‘আমরা এনজোকে বিক্রি করব না। আমি বা ক্লাবের প্রেসিডেন্ট কেউ রাজি নই। তবে ওর চুক্তি অনুযায়ী, কোনো ক্লাব এসে আইন মেনে টাকা দিয়ে ওকে কিনে নিতে চাইলে আমাদের কিছু করার থাকবে না।’