সকাল ১০:৫৯, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিসহ শৈত্যপ্রবাহের আভাস

আজকের সারাদেশ রিপোর্ট:

দেশব্যাপী তাপমাত্র কমা ও শৈত্যপ্রবাহের পর এবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ কিছুটা কমতে পারে। এরপর আবার তা বাড়বে। সেই সঙ্গে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনাও রয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সপ্তাহব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

দেশে শৈত্যপ্রবাহ চলছে টানা দুই সপ্তাহ ধরে। তবে সেই প্রবাহ কিছুটা কমবে এই সপ্তাহে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা গেছে। আগামী মঙ্গলবার থেকে কুয়াশা কমবে। পাশাপাশি তাপমাত্রাও বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের কয়েকটি অঞ্চলে শীতের তীব্রতা বহাল থাকবে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ভাষ্য- আগামী মঙ্গলবার থেকে আকাশ অনেকটা কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা আছে। এসময়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১২ বা ১৫ ডিগ্রির মধ্যে অবস্থান করতে পারে।

তাঁর মতে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে; বিশেষ করে কিশোরগঞ্জ, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানালেন এই গবেষক। মোস্তফা কামাল পলাশ বলেন, জানুয়ারি মাসের ১৫, ১৬, ১৭ তারিখে আবার বাংলাদেশের ওপর দিয়ে; বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোয় খুব সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

২০ জানুয়ারির পর থেকে পরবর্তী এক সপ্তাহ আবারও বাংলাদেশের ওপর দিয়ে কুয়াশা ও শীতল আবহাওয়া প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এ সপ্তাহে গড় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত