দুপুর ২:৩৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিসহ শৈত্যপ্রবাহের আভাস

আজকের সারাদেশ রিপোর্ট:

দেশব্যাপী তাপমাত্র কমা ও শৈত্যপ্রবাহের পর এবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ কিছুটা কমতে পারে। এরপর আবার তা বাড়বে। সেই সঙ্গে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনাও রয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সপ্তাহব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

দেশে শৈত্যপ্রবাহ চলছে টানা দুই সপ্তাহ ধরে। তবে সেই প্রবাহ কিছুটা কমবে এই সপ্তাহে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা গেছে। আগামী মঙ্গলবার থেকে কুয়াশা কমবে। পাশাপাশি তাপমাত্রাও বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের কয়েকটি অঞ্চলে শীতের তীব্রতা বহাল থাকবে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ভাষ্য- আগামী মঙ্গলবার থেকে আকাশ অনেকটা কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা আছে। এসময়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১২ বা ১৫ ডিগ্রির মধ্যে অবস্থান করতে পারে।

তাঁর মতে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে; বিশেষ করে কিশোরগঞ্জ, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত কুয়াশা থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানালেন এই গবেষক। মোস্তফা কামাল পলাশ বলেন, জানুয়ারি মাসের ১৫, ১৬, ১৭ তারিখে আবার বাংলাদেশের ওপর দিয়ে; বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোয় খুব সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

২০ জানুয়ারির পর থেকে পরবর্তী এক সপ্তাহ আবারও বাংলাদেশের ওপর দিয়ে কুয়াশা ও শীতল আবহাওয়া প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এ সপ্তাহে গড় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি