ক্রীড়া ডেস্ক:
ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও এখনো হাসপাতাল থেকে মুক্তি মেলেনি ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। হাসপাতালের বিছানায় শুইয়ে দিন কাটছে এই উইকেটকিপার ব্যাটারের। কতদিনে এই পন্থ সুস্থ হয়ে উঠবেন তাও বলা যাচ্ছে না।
তবে চিকিৎকদের মতে যে ধরনের চোট পেয়েছেন তা সারতে অন্তত ৬ সপ্তাহ লাগবে পস্থের আবার ব্যাট হাতে নামতে। যদি সেরকম কিছু হয় তাহলে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের সামনের আসরে হয়তো দেখা না ও যেতে পারে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ককে। তাহলে কি তার কেনামূল্য ১৬ কোটি টাকা পাবেন না পন্থ? একটি ম্যাচ খেলতে না পারলেও পুরো টাকাই পাবেন পন্থ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মেই আছে তা।
বোর্ডের নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তি থাকা কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে আইপিএল খেলতে না পারেন, তা হলে বোর্ডের তরফে তাঁকে সেই টাকা পরিশোধ করা হবে।
সেক্ষেত্রে এখন দিল্লি ক্যাপিটালস পন্থের বদলে কাউকে সই করাতে পারবে। বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড ‘এ’ ভাগে রয়েছেন পন্থ। অর্থাৎ বছরে বোর্ডের থেকে ৫ কোটি টাকা পান তিনি। চোটে পড়ে খেলতে না পারলে সেই টাকাও পাবেন পন্থ। অবশ্য পন্থের মতো ক্রিকেটার মাঠে নামার জন্যই সবসময় মুখিয়ে থাকবেন।
গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ডিভাইডারে ধাক্কা লাগলে আগুন ধরে যায় তাঁর গাড়িতে। সেই সময় গাড়িতে একাই ছিলেন তিনি। পন্থের মাথায়, পিঠে এবং হাঁটুতে চোট লাগে। তাঁর পায়ের লিগামেন্টেও ছিড়ে যায়। পরে দেহরাদূনের হাসপাতাল থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানে বোর্ডের চিকিৎসকরা পন্থের চিকিৎসা করছেন। প্লাস্টিক সার্জারি করা হয়েছে পন্থের। হাঁটুর চোটের চিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে তিনমাস পর আইপিএলের মাঠে পন্থকে দেখলে কিছুটা আলৌকিকই হবে!