আজকের সারাদেশ প্রতিনিধিঃ
দেশে ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন কারও মৃত্যু হয়নি করোনায়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩০৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪০ জনের।