আজকের সারাদেশ রিপোর্ট:
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বহুতল ভবনের তিন তলার কার্নিশে তিন দিন আটকে ছিল একটি বিড়াল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বিড়ালটি মুক্ত করে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের এক নম্বর রোডের ৫ নম্বর বাড়ির মাহফুজা ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, কুতুব উদ্দিন নামে একজন ব্যক্তি ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে জানান তাদের পাশের ভবনের তিন তলার জানালার কার্নিশে একটি বিড়াল আটকা পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পাটের বস্তার সহায়তায় বিড়ালটি উদ্ধার করি।
চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আশরাফ হোসেন বলেন, আমরা তিন দিন ধরে মাহফুজা ভবনের তিন তলার কার্নিশে বিড়ালটিকে আটকে থাকতে দেখি। পরে আমি দুদিন খাবার দিয়েছি। এরপর সকালে আমার ভাগ্নে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিড়ালটি উদ্ধার করে।