আজকের সারাদেশ রিপোর্ট:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আপনারা প্রস্তুত হোন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের (বিএনপি) প্রতিহত করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করব, উন্নয়নের মহাসড়ক ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ভিশন ২০৪১, ২১০০ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। আজকে আমাদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ।”
“আমরা যেভাবে এগিয়ে চলছি, তাতে করে আগামী ২০২৬ সালে আমাদের মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নীত হবে। এ জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।”