আজকের সারাদেশ রিপোর্ট:
সবাই প্রস্তুত রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে মাত্র।
ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছিল ফরচুন বরিশাল। দলের ওপেনার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে। রংপুরের বোলার রকিবুল হাসান বোলিং প্রান্তে। কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখেই সিদ্ধান্ত থেকে সরে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। তাতেই ডাগআউটে থাকা বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের মেজাজ যায় বিগড়ে।
নিয়ম ভেঙে মাঠে ঢুকেই স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়েফুঁড়ে আসেন সাকিব। এরপর আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়েছেন। সেটি চলতে থাকে প্রায় মিনিট পাঁচেক ধরে। এরপর সাকিব মাঠ ছাড়লে বাঁহাতি চতুরঙ্গাকে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়। কিন্তু আখেরে লাভ হয়নি। সেই ওভারেই যে রকিবুলের বলেই আউট হন চতুরঙ্গা।
বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ অবশ্য পরে ব্যাখ্যা দিয়েছেন কেন সাকিব মাঠে ঢুকেছিলেন। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’