আজকের সারাদেশ রিপোর্ট:
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি ছোট প্যাকেটে স্বল্প পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে। গত ২৯ ডিসেম্বর প্যাকেটটি বিমানবন্দরে পৌঁছে। বুধবার (১১ জানুয়ারি) নিয়মিত তল্লাশিতে এ প্যাকেটটি ধরা পড়ে। লন্ডনের সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখা এক বিবৃতিতে জানিয়েছে, “ধারণা করা হচ্ছে, এটার সঙ্গে কোনো সন্ত্রাসী হুমকির সরাসরি সম্পর্ক নেই বলে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।”
বুধবার (১১ জানুয়ারি) বিবৃতিতে সন্ত্রাস দমন কমান্ড পুলিশের লন্ডন শাখার প্রধান রিচার্ড স্মিথ বলেন, ‘আপাতত কোনো হুমকি নেই। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।’
প্যাকেটটি কোন দেশ থেকে এসেছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ প্রধান রিচার্ড স্মিথ।
ইউরেনিয়াম তেজস্ক্রিয় ধাতুবিশেষ। বিদ্যুৎ উৎপাদন ও নানান বৈজ্ঞানিক কাজে এই মূল্যবান ধাতু ব্যবহার করা হয়। এটি পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইউরেনিয়ামের অল্প পরিমাণও মানুষ বা কোনো প্রাণীর মুখে বা নাকে গেলে ভয়াবহ ক্ষতি হতে পারে।
সূত্র: রয়টার্স।