সকাল ৬:৪৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন মেসি!

আজকের সারাদেশ রিপোর্ট:

কাতার বিশ্বকাপই ছিলো লিওনেল মেসি শেষ বিশ্বকাপ। তিনি নিজেই সেটি সাফ জানিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপ জয় করে নিজের ক্যারিয়ার সম্পূর্ণও করেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে মেসি নিজে না বললেও পরের বিশ্বকাপে তার খেলা নিয়ে আলোচনা চলছে।

লিওনেল স্কালোনি এর আগেও বলেছেন, আর্জেন্টিনার বেশ কয়েকজন সতীর্থও বলেছেন মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন। যদিও মেসির নিজের কথা অনুযায়ী তার আর খেলার কথা নয়। কিন্তু স্কালোনি আবারো জানিয়ে দিলেন, পরের বিশ্বকাপেও খেলা সম্ভব মেসির পক্ষে।

কাতার বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। শিরোপা তো জিতেছেনই, পাঁচ বিশ্বকাপ খেলা মাত্র ছয় খেলোয়াড়ের একজন হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলে অবদান রাখা, সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ, দুই বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী একমাত্র খেলোয়াড়ও তিনি।

২০২৬ বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত খেলেই ফেলেন মেসি, তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া হবে তার। স্কালোনি সেই প্রত্যাশাই করছেন, ‘আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারবে। তবে এটি নির্ভর করছে সে কী চায় তার উপর। আমাদের দরজা সবসময়ই তার জন্যে খোলা।’ রেডিও কালভিয়াকে বলেন স্কালোনি।

পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স দাঁড়াবে ৩৯। কাতার বিশ্বকাপের পর অবশ্য আরো কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেসি।

সেটি যেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়, তাই আশা স্কালোনির, ‘মেসি নিজেকে উপভোগ করছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সে এই উপভোগ করা চালিয়ে যাবে।’

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি