আজকের সারাদেশ রিপোর্ট:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির জামা-কাপড় থেকে ১ দশমিক ৭৬ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এসব স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুল্ক গোয়ান্দা কর্মকর্তাদের তথ্যমতে, ফ্লাই দুবাই এয়ার লাইনসের এফ-৫৬৩ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মোহাম্মদ জিয়াউল হকের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জিয়াউল হকের বাড়ি নোয়াখালী জেলার বসুরহাটে বাসিন্দা।
বিমান বন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তা বলেন, দুবাই থেকে আসা যাত্রী জিয়াউল হককে তল্লাশি করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এসময় তার কাছে থাকা স্বর্ণ প্রলেপ যুক্ত একটি স্যান্ডো গেঞ্জি, একটি ফুল প্যান্ট ও একটি আন্ডারওয়্যার পাওয়া যায়। এসব জামা-কাপড় থেকে ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিন্ড উদ্ধার করা হয়। এছাড়া ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার এবং ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে তার কাছ থেকে।
এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণ প্রলেপযুক্ত জামা কাপড় থেকে স্বর্ণ আলাদা করার জন্য চট্টগ্রাম শহরস্থ হাজারীগলির স্বর্ণের কারখানায় কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সনাতন পদ্ধতিতে নিখাদ স্বর্ণ প্রলেপযুক্ত জামা-কাপড় থেকে উক্ত স্বর্ণ গোলক পিন্ড আকৃতিতে আলাদা করা হয়।