আজকের সারাদেশ রিপোর্ট:
জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এসময় অর্থমন্ত্রী বলেন, ২০ শীর্ষ প্রতিষ্ঠানের ঋণখেলাপির পরিমাণ হলো ১৬ হাজার ৫৮৭ কোটি টাকা। এদের মধ্যে সবার উপরে রয়েছে সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড। তাদের খেলাপি ঋণ এক হাজার ৬৪০ কোটি টাকা। এরপর ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড লিমিটেডের খেলাপি ঋণ এক হাজার ৫২৯ কোটি টাকা; রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের ৭৭ কোটি ৬৩ লাখ; রাইজিং স্টিল কোম্পানি লিমিটেডের ৯৯০ কোটি ২৮ লাখ; মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ৯৬৫ কোটি ৬০ লাখ; রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেডের ৮৭৩ কোটি ২৯ লাখ; ক্রিসেন্ট লেদারর্স প্রডাক্ট লিমিটেডের ৮৫৫ কোটি ২২ লাখ; কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ৮১১ কোটি ৩৩ লাখ; সাদ মুসা ফেব্রিক্স লিমিটেডের ৭৭৬ কোটি ৬৩ লাখ এবং বি আর স্পিনিং মিলস লিমিটেডের খেলাপি ঋণ ৭২১ কোটি ৪৩ লাখ টাকা।
এছাড়া, এস.এ অয়েল রিফাইনারি লিমিটেডের খেলাপি ঋণ ৭০৩ কোটি ৫৩ লাখ টাকা; মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা; রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৬৬০ কোটি ৪২ লাখ; সামান্নাজ সুপার অয়েল লিমিটেডের ৬৫১ কোটি ৭ লাখ; মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডের ৬৪৭ কোটি ১৬ লাখ; আশিয়ান এডুকেশন লিমিটেডের ৬৩৫ কোটি ৯৪ লাখ; এসএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৬৩০ কোটি ২৬ লাখ; অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৬২৩ কোটি ৩৪ লাখ; এহসান স্টিল রি-রোলিং লিমিটেডের ৫৯০ কোটি ২৩ লাখ এবং সিদ্দিকী ট্রেডার্স-এর খেলাপি ঋণের পরিমাণ ৫৪১ কোটি ২০ লাখ টাকা।
দেশে এখন মোট ঋণখেলাপির সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫ বলেও জাতীয় সংসদকে অবহিত করেন অর্থমন্ত্রী।