আজকের সারাদেশ রিপোর্ট:
দুবাইয়ে সোনার দোকান চালু করে আলোচনায় আসা পুলিশের পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ইন্টারপোল সেই নোটিশ গ্রহণও করেছেন বলে জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
সোমবার (২০ মার্চ) পৌনে ২টায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশের আইজিপি। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান আরাভের দোকান উদ্বোধনে দুবাই গেলে দেশজুড়ে আলোচনায় আসেন এই পলাতক আসামি।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইন আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’
পাশাপাশি আরাভ খান কোনো পুলিশের সহায়তায় পালিয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের আইজিপি।
পুলিশের আইজিপি চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার নিয়েও কথা বলেন। তিনি বলেন, তাঁর (মাহি) বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিনও পেয়েছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।