আজকের সারাদেশ প্রতিবেদন:
এবার চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনের প্রস্ততি শুরু করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিতরণের প্রথম দুই দিনে নৌকার মাঝি হতে আবেদন করেছেন ২৫ জন। আগ্রহীরা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।
যারা মনোনয়ন নিয়েছেন তারা হলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিণী শিরিন আহমেদ, প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এসএম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম, মো. আবু তাহের, কফিল উদ্দীন খান, মো.মোস্তাফিজুর রহমান. মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রবি, এসএম আবুল কালাম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এএ নুরুল ইসলাম ও আহমেদ ফয়সাল চৌধুরী।
আগামীকাল ২২ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করা যাবে। আর নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ মার্চ।
প্রসঙ্গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন ইন্তেকাল করেন। এরপর আসনটি শূণ্য হয়। আগামী ২৭ এপ্রিল ওই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।