সকাল ৮:৫৮, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন নিয়ে আলোচনায় বাচ্চু, না নিয়ে আ জ ম নাছির

আজকের সারাদেশ রিপোর্ট

মোছলেম উদ্দিনের মৃত্যুর পরই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন সম্ভাব্য প্রাথীর নাম মানুষের মুখে মুখে ঘুরছিল। সেই তালিকার শুরুতেই ছিল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নাম। তিনি নিজেও নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা বলেছিলেন সংবাদমাধ্যমকে। কিন্তু বাকিরা দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও আ জ ম নাছির উদ্দীন মনোনয়নই নিলেন না। তিনদিন ধরে যে ২৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন সেই তালিকায় নেই নগর আওয়ামীলীগের এই শীর্ষ নেতার নাম।

বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়নের পাশাপাশি নগরের একটা বৃহৎ অংশ নিয়ে চট্টগ্রাম-৮ আসন। । ভোটারদের মধ্যে দুই তৃতীয়াংশেরও বেশি নগরীর অংশে। এ কারণে নিজের এলাকা কোতোয়ালী আসনে হলেও প্রার্থী হওয়ার আগ্রহ ছিল আ জ ম নাছিরের।

তবে কি কারণে আ জ ম নাছির মনোনয়ন সংগ্রহ করেননি সেটি জানা যায়নি। এ বিষয়ে তাঁর বক্তব্যও  পাওয়া যায়নি। তবে তাঁর প্রতিপক্ষরা বলছেন, দল থেকে সবুজ সংকেত পাননি আ জ ম নাছির উদ্দীন। সেজন্য তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যানসার আক্রান্ত মোছলেম উদ্দীন মারা যান। এরপর আসনটি শূণ্য হলে আগামী ২৭ এপ্রিল ওই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ২৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত-তিনদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার সময় নির্ধারণ করা হয়। প্রথম দুদিন ২৫ জন জন মনোনয়ন সংগ্রহ করেন। বুধবার শেষদিনে আরও দুজন মনোনয়ন সংগ্রহ করেন।

প্রথম দুইদিনে ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। বুধবার শেষদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন দুইজন। তাঁদের মধ্যে আছেন জনপ্রিয় সাবেক ছাত্রনেতা মো. আরশেদুল আলম বাচ্চু। চট্টগ্রামের ওমরগণি এম ই এস কলেজ থেকে উঠে আসা এই নেতার চট্টগ্রামের রাজনীতি সচেতন তরুণদের মধ্যেও বেশ জনপ্রিয়। ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক পরে সামলেছেন নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদকের পদও। এরপর হয়েছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্যও। তিনি এই সংসদীয় আসনের ভোটার। সবদিক বিবেচনায় আরশেদুল আলম বাচ্চু বেশ আলোচনায় আছেন। এখন তিনি মনোনয়ন সংগ্রহ করায় সেই  আলোচনা আরও ডালপালা মেলল।

এছাড়া মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিণী শিরিন আহমেদ, প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এসএম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম, মো. আবু তাহের, কফিল উদ্দীন খান, মো.মোস্তাফিজুর রহমান. মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রবি, এসএম আবুল কালাম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এএ নুরুল ইসলাম, আহমেদ ফয়সাল চৌধুরী, ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো. মাহবুব রহমান।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল