আজকের সারাদেশ প্রতিবেদন:
দেশের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। আজ বুধবার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে তারাবিহর নামাজ শুরু হবে। রোজা শুরু হবে শুক্রবার থেকে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এসময় সারাদেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। তবে কোথাও দেশের আকাশে চাঁদ দেখার তথ্য না পাওয়ায় শুক্রবার থেকে রোজা শুরু হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানায়।