আজকের সারাদেশ প্রতিবেদন:
সোনার ডিম পাড়া হাঁসের গল্প কম শুনেনি মানুষ। এখন থেকে হয়তো বলা যাবে সোনার বার পাড়া মানুষের গল্পও। অবিশ্বাস্য হলেও সত্যি-চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে মিলেছে সোনার বার। পরে মলদ্বার দিয়ে সেই বার বের করে আনেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সবমিলিয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন নামের ওই যাত্রীর কাছ থেকে ৩২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ৩ দশমিক ৭৩ কেজি। বারের বেশ কিছু লুকানো ছিল শরীরের বিভিন্ন অংশে। বাকিটুকু একেবারে পেটের ভেতর।
বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ নস্বর ফ্লাইটে করে আসেন এই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
বিমান যাত্রীর জুতা, বেল্ট, পেটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জয়েন্ট ডিরেক্টর সাইফুর রহমান।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য মতে, উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো পরীক্ষা করা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেওয়া হবে। এরপর ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করবে সংস্থাটি।