আজকের সারাদেশ প্রতিবেদন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি মুক্তির আকঙ্খা জাগিয়ে তোলে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাত মার্চের ভাষণ মুক্তিপাগল সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুরে এসব কথা বলেন তিনি। সেখানে শেখ জামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের বিদেশী ভাষায় উপস্থাপনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। অনুষ্টানে অংশ নিয়ে ওবায়দুল কাদের সাত মার্চের ভাষণকে ধারণ করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বুকে ধারণ করতে হবে।
তিনি বলেন, ‘তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালবাসো, তাহলে দুর্নীতিকে ঘৃণা করো। বঙ্গবন্ধুকে ভালবাসলে সন্ত্রাস, ভেজাল ও সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা করো।’
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাষণ বিভিন্ন ভাষায় উপস্থাপন করে। সেসব শুনে আবেগাপ্লুত হব মন্ত্রী। বলেন, ’শিক্ষার্থীদের মুখে বিদেশী ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এমন আয়োজনে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে, আগামী দিনের সম্পদ হবে।’