আজকের সারাদেশ প্রতিবেদন
সকাল থেকেই সিলেটের আকাশে কালো মেঘের ঘনঘটা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে হবে কিনা সেটি নিয়ে তাই টসের আগ পর্যন্ত ছিল অনিশ্চয়তা। অবশ্য দ্রুত মেঘ কেটে যাওয়ায় নির্ধারিত সময়েই শুরু হয়েছে ম্যাচটি। অবশ্য ম্যাচটি শেষ হতেও বেশিক্ষণ লাগল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের ৫ উইকেটের তোপে ১০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তামিম ইকবাল-লিটন দাস টি-টোয়েন্টি মেজাজে ২২১ বল হাতে রেখেই ম্যাচটা শেষ করে আসেন।
ফলে বাংলাদেশ প্রথমবারের মতো পেয়েছে ১০ উইকেটের বড় জয়। সিরিজটিও ২-০ ব্যবধানে জিতে ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দিল তামিম ইকবালের দল।
১০ উইকেটের জয়ের দিনে আরও একটা উদযাপনের উপলক্ষ পেয়েছে বাংলাদেশ দল, সেটি পেস বোলারদের কল্যানে। এই প্রথম পতিপক্ষের ১০ উইকেটই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন পেসাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হয়েছিল নিজেদের রেকর্ড সংগ্রহ গড়ার মধ্য দিয়ে। শেষটাও হলো রেকর্ড জয় দিয়েই।
বাংলাদেশের জয়ের কাজটা সহজ হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। সিলেটে আজ আয়ারল্যান্ডের ১০ উইকেটের ৫টি নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট আর ইবাদত হোসেন ২টি। পেসারদের এমন দাপুটে বোলিংয়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। পরে ১৩.১ ওভারে আইরিশদের দেওয়া লক্ষ্য তামিম-লিটন জুটি পেরিয়ে যান। এমন দিনে ম্যাচ সেরা কে হয়েছেন তা তো না বললেও হয়। প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া হাসান মাহমুদের হাতেই উঠেছে এই পুরস্কার। আর সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিক হয়েছেন সিরিজ সেরা।