আজকের সারাদেশ প্রতিবেদন
চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকার বিভিন্ন আবাসিক ভবনে দায়িত্ব পালন করা নিরাপত্তাকর্মীদের সেহরি ও ইফতারসামগ্রী উপহার দিয়েছে সৈয়দ আহমেদ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার(২৩ মার্চ) বিকেলে নগরের কল্পলোক আবাসিক এলাকার বিভিন্ন ভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতকর্মীদের হাতে এসব পণ্যসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শফি। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে মুরগী, চনা, মুড়ি, খেজুর, চিড়া ও চাল।
সৈয়দ আহমেদ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ ফয়সাল মাহমুদ বলেন, রমজানে গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের ছোট্ট এই প্রয়াস। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।