আজকের সারাদেশ প্রতিবেদন:
সামনে ৮৪ হাজার দর্শক। আর গায়ে প্রথমবারের মতো থ্রি-স্টার। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নেমেই সেই আগের মতোই আলো ছড়ালেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। এবার আর্জেন্টিার সামনে ছিল পানামা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস স্টাডিও মনুমেন্টালে শুরু হয় ম্যাচটি। আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে গোল দুটি করেন থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে প্রায় ৭৫ শতাংশ বলও রাখে নিজেদের নিয়ন্ত্রণে। তবে প্রথমার্ধে ভাঙতে পারেনি পানামার গোলবারের প্রাচীর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে তাই মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা।
ম্যাচের ৭৮ মিনিটে এসে দেখা দেয় কাঙ্ক্ষিত গোল। অবশ্য গোলটি অল্পের জন্য মেসির হয়নি। ৭৮ মিনিটে মেসির বাঁকানো ফ্রিকিক পানামার গোল পোস্টে লেগে ফিরে আসে। তখন লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। সেই সময় পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে বলকে জালের ঠিকানা বানিয়ে দেন। এরপর অবশ্য মেসিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোল করতে। ১১ মিনিট পরেই আসে সেই ক্ষণ। ৮৯ মিনিটে আবারও ফ্রি কিক নেন মেসি। মেসির বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে। এতে আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯৯তম গোল আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০তম! থ্রি স্টার জার্সি পরার দিন অবশ্য গোল সংখ্যাও তিনটি হয়নি। তাতে কি? বিশ্বকাপ জয়ের উৎসবটা তো এবার ঘরে বসেই করতে পারলেন আর্জেন্টাইনরা।