সকাল ৮:১৮, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাহিদার চেয়ে বাড়তি আমদানি, লোকসানে ছোলা ব্যবসায়ীরা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চাহিদার চেয়ে বেশি আমদানি করায় এবারের রমজানে ছোলার দাম পড়ে গেছে। খুচরা বাজারে কেজি প্রতি ১০০ টাকা থেকে কমে এখন ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। ফলে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়লেও ভোক্তারা আছেন স্বস্তিতে।

প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাড়তি চাহিদা থাকে ছোলার। বছরজুড়ে আমদানির বেশিরভাগ রমজানের আগে সংঘটিত হয়। আর রোজায় বাড়তি চাহিদা ইস্যু করে সবসময়ই বাড়তি দামে ছোরা বিক্রি করতেন ব্যবসায়ীরা।

বর্তমানে আমদানিতে কেজিপ্রতি ছোলার গড় মূল্য পড়ছে ৮৮ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। খুচরা বাজারে ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়।

অথচ গত বছরের শুরুতে ছোলার কেজিপ্রতি গড় আমদানি মূল্য ছিল প্রায় ৫৬ টাকা। মানভেদে পাইকারি ছোলার কেজিপ্রতি দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। খুচরা বাজারে ছোলা বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায়।

দেশে ছোলার বাার্ষিক চাহিদা ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন। সেখানে ২০২৩ সালের আড়াই মাসে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি হয়েছে প্রায় দেড় লাখ মেট্রিক টন। রমজানের শেষ পর্যন্ত এই পরিমাণ প্রায় ২ লাখ মেট্রিক টনে পৌঁছাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

নগরীর খুলশী এলাকার ইয়াছিন স্টোরের মালিক মোহাম্মদ সাকিব বলেন, “গত বছরের তুলনায় ছোলার দাম খুব বেশি বাড়েনি। দুয়েক দিনের মধ্যে খুচরা পর্যায়ে ছোলার দাম আরো কমে যেতে পারে।”

স্বাভাবিক সময়ে প্রতি বছর ছোলার চাহিদার ৮০ শতাংশ আমদানি করা হতো অস্ট্রেলিয়া থেকে। এছাড়া ভারত, মিয়ানমার, কানাডা, ইথিওপিয়া, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে ছোলা আমদানি হয়। ডলার সংকটের কারণে এবার অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি ব্যাহত হয়। এই সময়ে ভারত থেকে সেসব ছোলা আমদানি করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

গত জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাত্র আড়াই মাসে দেশে প্রায় দেড় লাখ মেট্রিক টন ছোলা আমদানি হয়, যা দেশের বার্ষিক মোট চাহিদার চেয়েও বেশি। এমনকি এখনো পর্যন্ত আমদানি অব্যাহত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ছোলার আমদানি মূল্য।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, “ভারত থেকে ব্যাপক হারে ছোলা আমদানির নজির গত ১৫ বছরেও দেখিনি। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ব্যাংক থেকে ঋণপত্র খুলতে হয়েছে। কিন্তু আমদানির পর লোকসানে পড়েছেন তারা।”

২০২১ সালের শেষ ছয় মাসে কেজিপ্রতি ছোলার আমদানি মূল্য ছিলো ৫৪.১২ টাকা। এরপর ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছোলার আমদানি মূল্য ৫৫.৫৪ টাকা, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৭.৮০ টাকা এবং সর্বশেষ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত ছোলার আমদানি মূল্য পড়ে ৮৮.২৭ টাকা।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল