সকাল ৬:২৬, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোগীকে না জানিয়ে স্তন কেটে ফেললেন চিকিৎসক

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে ভুল চিকিৎসায় চিকিৎসা স্তন কেটে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন এক নারী। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। যদিও ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসক।

ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, একটি স্তনের অংশবিশেষ শক্ত হয়ে গেলে তিনি গত ২৪ ফেব্রুয়ারি মা ও শিশু হাসপাতালের স্তন ক্যানসার সার্জারি বিশেষজ্ঞ ডা. জেসমিন বেগমকে দেখান। ওই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর ২৫ ফেব্রুয়ারি অস্ত্রোপচার করে তাঁর একটি স্তন কেটে ফেলা হয়।

ওই নারী অভিযোগ করেন, চিকিৎসক অস্ত্রোপচারের আগে কি রোগ হয়েছে সেটি তাঁকে খুলে বলেননি। শুধুমাত্র খারাপ কিছু হয়েছে উল্লেখ করে অস্ত্রোপচার করতে বলেন। স্তনের শক্ত অংশটিই শুধু কেটে ফেলা হবে, এমনটি মনে করে তিনি অস্ত্রোপচারে রাজি হন। কিন্তু অস্ত্রোপচারের পর দেখেন তাঁর একটি স্তন পুরোপুরি কেটে ফেলা হয়েছে।

অস্ত্রোপচারের পরও তিনি সুস্থ হননি দাবি করেন ওই নারী। তিনি বলেন, অস্ত্রোপচারের পর আমি সুস্থ না হওয়ায় আরেকজন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের শরাণাপন্ন হই। ওই চিকিৎসকসে সব খুলে বললে তিনি জানান, এটি কেমোথেরাপির মাধ্যমে সারানো সম্ভব ছিল। অস্ত্রোপচার করার দরকার ছিল না। ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পর আমি কিছুটা সুস্থ আছি।

এরপর ভুল চিকিৎসার শিকার হয়েছেন এমন অভিযোগ নিয়ে ওই নারী পরে নগরীর ডবলমুরিং থানায় অভিযোগ করতে যান। চিকিৎসা সংক্রান্ত বিষয় হওয়ায় পুলিশ তাঁকে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করতে বলে। গত সোমবার তিনি সিভিল সার্জন কার্যালয়ে ও গতকাল মঙ্গলবার মা ও শিশু হাসপাতালে লিখিত অভিযোগ দিয়েছি।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা তদন্ত কমিটি করেছি। কমিটি স্বাস্থ্য বিভাগে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন মা ও শিশু হাসপাতালের স্তন ক্যানসার সার্জারি বিশেষজ্ঞ ডা. জেসমিন বেগম। তিনি বলেন, যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষেই ওই রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। আর অস্ত্রোপচারের আগে তাঁর অনুমতিও নেওয়া হয়েছিল। এখন তিনি কী কারণে অভিযোগ করেছেন সেটা বুঝতে পারছি না।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল