আজকের সারাদেশ প্রতিবেদন
চট্টগ্রামে শিশু আবিদা সুলতানা আয়নী হত্যার ঘটনায় অভিযুক্ত সবজি ব্যবসায়ী মো. রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২৯মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে জবানবন্দি দেন তিনি৷
আদালতের বেঞ্চ সহকারী নূর ই খোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারের পর পিবিআই আসামি রুবেলকে আদালতে হাজির করলে তিনি ভুক্তভোগীকে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এর আগে ২১ মার্চ নগরীর পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকার বাসা থেকে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় ১০ বছর বয়সী আবিদা সুলতানা আয়নী ওরফে আখি মনি। আখি মনি সরাইপাড়া হাজি আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের ৮ দিন পর বুধবার ভোরে পার্শ্ববর্তী পুকুর পাড়া মুরগী ফার্ম এলাকার একটি জলাশয় থেকে আখি মনির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পিবিআই। মঙ্গলবার সন্ধ্যায় হত্যায় জড়িত সন্দেহে সবজি বিক্রেতা রুবেলকে আটক করে পিবিআই। রুবেলের দেয়া তথ্যেই আখির মরদেহ উদ্ধার করা হয়।