আজকের সারাদেশ প্রতিবেদন
গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে এক চিলতে হাসি। আর হাতে ইফতারসামগ্রীর প্যাকেট। এভাবে এই পথ থেকে ওই পথে যিনি ঘুরছেন তিনি ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন রুবেল। রমজানের প্রথমদিন থেকেই তিনি ছুঁটছেন ইফতার নিয়ে পথচারীদের কাছে। তাঁর এই ইফতার পৌঁছে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইউএনও আজিম উদ্দিন রুবেল তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিন দুইশ পথচারীকে ইফতার করান। গরিব, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের সঙ্গে ইফতার করেন।
রিকশাচালক হায়দার জানান, প্রায়ই রাস্তায় ও ব্রিজের ওপর ইফতার দিচ্ছেন উপজেলার ইউএনও স্যার। ইফতার পেয়ে গরিব মানুষ সবাই তার জন্য দোয়া করি এবং তার কাজে আমরা সবাই খুশি।
মহৎ এই কাজের বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল বলেন, সমাজে অনেক লোক রোজা রেখেছেন; কিন্তু ইফতারে তাদের খাবার জোটে না। ভালো কিছু খাবার খেয়ে ইফতার বা সেহেরি করতে পারেন না। অনেক লোক আছে শুধু পানি দিয়ে ইফতার করেন। তাদের কথা চিন্তা করে পবিত্র রমজান মাসে আমার ব্যক্তিগত তহবিল হতে প্রতিদিন দুইশ পথচারীকে ইফতার করাই। এই মহৎ কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। আমার এই অনুপ্রেরণা দেখে সমাজের বিত্তশালী অনেকেই এগিয়ে আসবে বলে তিনি আশাবাদী।