আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের খুলশীতে বর্ষা আক্তার নামের ৭ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১০টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিকে ডেবার পার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বর্ষা যশোরের সৈয়দপুর থানার মো. আসলাম উদ্দিনের মেয়ে। বাবা-মায়ের সাথে চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিকে ডেবার পার এলাকায় বসবাস করতো সে। ওই এলাকার শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বর্ষা।
বর্ষার প্রতিবেশী মো. ইব্রাহীম খলীল বলেন, ‘বিকেল তিনটা থেকে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছিলোনা। পরে এলাকার মসজিদে মাইকিং করা হয়। এক পর্যায়ে তাকে খোঁজতে খোঁজতে বাসা থেকে ৫০-৬০ ফুট দূরে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে খোঁজা হয়। সেখানে পাঁচ ফুট গভীরতার মত পানি ছিল। ওই পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।’
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘নিখোজের পর রাতে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনে লিফটের গর্তের পানিতে শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাচ্চাটি গর্তের পানিতে পড়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হবে।’