আজকের সারাদেশ প্রতিবেদন:
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষ করে চট্টগ্রাম থেকে রাতেই ঢাকা ফিরেন মোস্তাফিজুর রহমান। আর আজ সকালে আইপিএল খেলতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাঁহাতি পেসার।
ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার। আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।
বহুদিন ধরে টেস্টে বিবেচনায় নেই মোস্তাফিজ। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি শেষ হতেই আপাতত তার ‘ন্যাশনাল ডিউটিও’ শেষ। সেজন্য শুরু থেকেই দলের সঙ্গে যোগ দিতে তাঁর বাধা থাকল না।
মোস্তাফিজের তড়িঘড়ি করে উড়াল দেবার কারণও আছে।
মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশি পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।
দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে পেসারের কোটায় একাদশে ঢুকে যেতে পারেন মোস্তাফিজ।