আজকের সারাদেশ প্রতিবেদন:
এক পর্নো তারকার সঙ্গে বিছানায় গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে সেই পর্নো তারকাকে অর্থও দিয়েছিলেন। কিন্তু ওই পর্নো তারকা নাছোড়বান্দা। মামলা টুকে দিলেন আদালতে। সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করল দেশটির ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত।
মামলায় ‘জয়ী’ হওয়ার পর মুখ খুলেছেন সেই পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি বলেন, আমি গর্বিত। ট্রাম্প এখন আর অধরা নন। এই চার্জ গঠনের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়। আর সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের বছর। আর আসন্না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা। গায়ে কালি লেগে যাওয়া ট্রাম্প কি এখন দাঁড়াতে পারবেন নির্বাচনে-সেই প্রশ্ন তাই জোরেশোরে উঠছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনো জানা যায়নি। কারণ অভিযোগটি এখনো গোপন রাখা হয়েছে। আর ট্রাম্পও বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ।’