আজকের সারাদেশ প্রতিবেদন:
বর্তমানে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইউরোপের দেশ ইতালি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় , প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ইতালি চ্যাটজিপিটি নিষিদ্ধ করল। আল জাজিরা জানায়, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে উল্কার গতিতে মানুষ এটি ব্যবহার করা শুরু করেছে।
দেশটির তথ্য-সুরক্ষা কর্তৃপক্ষ ওয়াচডগ জানিয়েছে, মার্কিন স্টার্ট-আপ ওপেনএআই’র তৈরি এবং মাইক্রোসফ্ট সমর্থিত চ্যাটজিপিটি নিয়ে গোপনীয়তার উদ্বেগ রয়েছে। ওয়াচডগ জানায় , গত ২০ মার্চ অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন এবং অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে । তাই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হল ।
ইতালির কনজিউমার অ্যাডভোকেসি গ্রুপের (বিইইউসি) উপ-মহাপরিচালক উরসুলা পাচল সতর্ক করে জানান, এআই যে ক্ষতি করতে পারে, তা থেকে সমাজ বর্তমানে যথেষ্ট সুরক্ষিত নয়। তিনি আরও বলেন, চ্যাটজিপিটি এবং এর মতো অন্যসব চ্যাটবটগুলো কীভাবে মানুষকে প্রতারিত এবং প্রভাবিত করতে পারে, তা নিয়ে গুরুতর উদ্বেগ বাড়ছে। এই কৃত্তিম বুদ্ধিমত্তাগুলোকে আরও বেশি জনসাধারণের যাচাই-বাছাই প্রয়োজন।