আজকের সারাদেশ প্রতিবেদন:
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার (১ এপ্রিল) সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীতে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করেছে দলটি ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টায় এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও শনিবার বেলা ১২টার পর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হতে থাকেন। অবস্থান কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ।
উল্লেখ্য , বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি দল ও জোট গণমিছিল কর্মসূচি দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে। এরপর যুগপৎভাবেই গণ–অবস্থান, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করছে দলগুলো।