আজকের সারাদেশ প্রতিবেদন
এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি কী কারণে ডিবি কার্যলয়ে গেলেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। যা হিরো আলম নিজের ফেসবুক পোস্টে পরিস্কার করেছেন।
শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।
বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যককে নিশ্চিত করেছেন।
এদিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলম পোস্ট করে জানান, ‘তিনি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবিপ্রধান হারুন অর রশীদের কাছে এসেছেন। বিষয়টি ডিবিপ্রধান আন্তরিকতা ও গুরুত্বসহকারে দেখবেন বলে আশা প্রকাশ করেন এই ইউটিউবার।’
আরাভারে সোনার দোকান উদ্বোধনে হিরো আলমসহ তারকাদরে দুবাই যাওয়া প্রসঙ্গে গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আজকের সারাদেশ/১ এপ্রিল,২৩/এসএম