আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারে গরু নিয়ে পালানোর সময় গণ পিটুনিতে তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কেরানীহাট-বান্দরবান সড়কে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন আরমান ও ফয়সাল। আহত তিনজনের বয়সই ৩০ থেকে ৩৫ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মিনহাজ উদ্দিন জানান, শনিবার সকালের দিকে বান্দরবানের গোয়ালিয়া খোলার পুরান ব্রিক ফিল্ড এলাকা থেকে একটি গরু প্রাইভেট কারে তুলে কয়েকজন লোক শহরের দিকে পালিয়ে যাচ্ছিলো। ঘটনাটি এলাকার লোকজন দেখে কেরানীহাট-বান্দরবান সড়কে তাদের পরিচিতদের জানায়। তখন বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় ওই প্রাইভেট কারটি আটক করে লোকজন। গাড়িতে থাকা গরুটি উদ্ধার করে অভিযুক্তদের গণপিটুনি দেয়। তাদের বহনকারী প্রাইভেট কারটিও লোকজন ভেঙে দিয়েছে। পরে তাদের পুলিশে দিয়ে দেয় সবাই মিলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ‘আটক তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
আজকের সারাদেশ/১ এপ্রিল, ২৩/এএইচ