ভোর ৫:২৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক পড়াতে পারেন না, শিক্ষার্থীদের অভিযোগে তোলপাড় শেকৃবিতে

আজকের সারাদেশ প্রতিবেদন:

নয় মাস আগে একজন শিক্ষক পাঠদানে অক্ষম এমন অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাই আবারও তুলেছেন একই দাবি।

শেকৃবির শিক্ষার্থীরা বলছেন, অভিযোগটি বেশ পুরোনো। তবে তা সম্প্রতি আলোচনায় এসেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ১০তলা থেকে লাফ দেওয়া শিক্ষার্থী মারিয়া রহমান মারা যাওয়ার পর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯ টায় মারিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে শিক্ষকদের অসহযোগিতামূলক আচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিশেষ কিছু শিক্ষকের অযোগ্যতা।

উপাচার্য বরাবর লেখা অভিযোগ পত্র থেকে জানা যায়, শিক্ষক হিসেবে পাঠদানে অক্ষম ৩য় শ্রেণির বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষক তাহারিমা হক বেগ। তাকে ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক থেকে স্থানান্তর করে অন্যত্র যেকোনো প্রশাসনিক সমমর্যাদার অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ পত্রে বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার কথা চিন্তা করে এবং নৈতিক দায়িত্ববোধ থেকে তাহারিমা হক বেগের যে অক্ষমতা ও অযোগ্যতার বেশকয়েকটি উদাহরণ তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করের তাহারিমা হক বেগ লেভেল-৩, সেমিস্টার-১ ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট পরীক্ষার প্রশ্নপত্র
শিক্ষার্থীদের পরীক্ষার আগেই দিয়েছেন।তাহারিমা হক বেগ সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় না পড়িয়ে বিভিন্ন ক্লাস টেস্ট ও ফাইনালের স্যাম্পল প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে দিয়ে থাকেন যার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও কোর্সের প্রতিটি অধ্যায়ে গুণগত শিক্ষার মান থেকে বঞ্চিত হচ্ছে। লেভেল-২, সেমিস্টার-১ এর একটি ম্যাথভিত্তিক একটি কোর্সে তাহারিমা হক বেগ গণিতের পরিবর্তে শুধু তাত্ত্বিক বিষয় পড়িয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তাহারিমা হক বেগের ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষার প্রশ্নের মান নিম্ন মানের যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের না।তাহারিমা হক বেগ কোনো প্রকার ক্লাস প্রস্তুতি ছাড়াই অনলাইন ও অফলাইনে প্রতিটি ক্লাস ১৫-২০ মিনিটে নেন এবং এভাবে ৮-১০টি ক্লাস নিয়ে নির্দিষ্ট সময়ের আগে কোর্স সমাপ্ত করেন। অথচ বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট অর্ডিন্যান্স অনুযায়ী, প্রতিটি ক্লাসের সময় ১ ঘণ্টা এবং ৩ ক্রেডিট কোর্সে ৪৮টি ক্লাস নেওয়ার কথা। তাহারিমা হক বেগ পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে নাম্বার যোগ করান। তাহারিমা হক বেগের কথা-বার্তা, চাল-চলন, আচার-আচরণ, একাডেমিক জ্ঞান-দক্ষতা-যোগ্যতা, নৈতিকতা ও দায়িত্ববোধ বিবেচনার করলে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের থেকে অফিসার হিসেবে তিনি বেশি উপযুক্ত বলে শিক্ষার্থীদের কাছে প্রতীয়মান হয়েছে।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, শেকৃবি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিয়োগ নীতিমালা অনুসরণ করে থাকে। তবে বাকৃবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ স্নাতকদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা কাউকে বাকৃবিতে পিএইচডি ডিগ্রিতে ভর্তিও করা হয় না।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০১৮ সালে এগ্রিবিজনেস অনুষদের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগে অধিকতর যোগ্যপ্রার্থী বাদ দিয়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা তাহারিমা বেগকে নিয়োগ প্রদান করে।
উল্লেখ্য ,তাহারিমা হক বেগ শিক্ষকের নিয়োগের সময় তার বাবা ড. মো. আনারুল হক বেগ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া জানান, “আমরা নানা কাজে ব্যাস্ত ছিলাম, এটা নিয়ে কিছু করা হয়নি। তিনি আমাদেরই এক কলিগের মেয়ে। আমরা সত্যিকার অর্থে এটা নিয়ে বিব্রতবোধ করছি। তার নিয়োগই ঠিক হয় নাই এটা সত্য কথা। এখন আমরা তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে দিতে পারি।”

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল