আজকের সারাদেশ প্রতিবেদন :
চট্টগ্রামের হালিশহর বড়পুল এলাকা থেকে ৩ লক্ষ টাকা মূল্যের ২৯৪ বোতল ফেনসিডিলিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ।আটককৃতরা হলেন মোঃ রানা মিয়া (৩৩) ও মোঃ অনিক হোসেন (১৬) । তারা দুজনই কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা ।
২ এপ্রিল (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় , গতকাল শনিবার নগরীর বড়পুল এলাকায় র্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য পাচারের সময় দুজনকে আটক করে । এসময় তাদের কাছে থাকা ২টি ব্যাগ থেকে ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । আটককৃতরা দীর্ঘদিন সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মো: রানা মিয়ার বিরুদ্ধে নগরীর বন্দর থানায় ১ টি মাদকের মামলা থাকার কথা জানায় র্যাব । আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।