আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে ইচ্ছেমতো মূল্য বসিয়ে কাপড় বিক্রির অভিযোগে মিমি সুপার মার্কেটের দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসী খাবার সংরক্ষণের দায়ে নগরীর দুই নম্বর গেইট এলাকার ২ টি রেস্টুরেন্টকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) নগরীর প্রবর্তক ও ২ নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিবকার সংরক্ষণ অধি্দপ্তর।
অধিবদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে বিক্রয় রশিদ না রাখা, বিদেশী পণ্যে আমদানি কারকের স্টিকার না থাকা, নিজেদের মতো মূল্যা বসিয়ে বিক্রিসহ নানা অভিযোগে মিমি সুপার মার্কেটের সেফওয়ে কসমেটিকসকে ৩০ হাজার টাকা ও মনি শাড়ীসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ক্ষতিকর রাসায়নিক দিয়ে জিলাপি তৈরি ও খাবারে কেউডা জল ব্যবহারের দায়ে নগরীর দুই নম্বর গেইট এলাকার রাজবাড়ী রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসী খাবার সংরক্ষণের দায়ে একই এলাকার জান্নাত রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিছকার সংরক্ষণ অধিবদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিসুল রহমান ও রানা দেবনাথে নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিদকার সংরক্ষণ অধিাদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
আজকের সারাদেশ/২ এপ্রিল, ২৩/এএইচ