ভোর ৫:৩৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিধানসভায় বসে পর্নো দেখছিলেন বিজেপি বিধায়ক

আজকের সারাদেশ ডেস্ক:


বিধানসভায় বসে আছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাগবাস্সা আসনের বিধায়ক যাদব লাল দেবনাথ। মোবাইলে চলছে পর্নো ছবি, সেদিকে এক নাগাড়ে তাকিয়ে আছেন তিনি। সম্প্রতি এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধিবেশন চলাকালীন বিধানসভায় বসে নগ্ন ছবিতে মগ্ন হওয়ার এই ভিডিও ছিড়িয়ে পড়ার পর পদত্যাগের দাবী উঠেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই বিধায়কের বিরুদ্ধে।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বিধানসভায় বসে বিধায়কের পর্নো দেখার ওই ভিডিওটি ২৭ মার্চের হলেও এর কয়েকদিন পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনায় পড়েন বিধায়ক যাদব লাল।


বিধানসভায় বসে বিধায়কের পর্নো দেখা নিয়ে বিরোধী দলীয় নেতা অনিমেশ দেবব্রহ্ম বলেন, ‘তরুণদের জন্য এমন খারাপ নজির স্থপন মোটেই উচিত হয়নি বিধায়কের। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচত।’
সাবেক ডেপুটি স্পীকার ও ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) নেতা পবিত্র কর বলেন, ‘স্পীকারের উচত ছিল তৎক্ষণতা তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা। বিজেপিতে যুক্ত হওয়ার আগে নৈতিকতা স্থলনের জন্য সিপিআইএম থেকে তাকে (যাদব লাল দেবনাথ) বহিষ্কার করা হয়েছিল।


তার দাবি, ‘অধিবেশন চলাকালীন বিধানসভায় মোবাইল ব্যবহার সংরক্ষিত। কারণ জনগনের প্রতিনিধি হিসেবে আমাদের উচিৎ বিধানসভার কার্যধারার দিকে মনেযোগ দেয়া উচিত। অধিবেশন চলাকালীন পর্নো দেখে যাদব দেবনাথ বিধানসভার মান ধূলোয় মিশিয়ে দিয়েছেন। বিজেপির ন্যূনতম নৈতিকতাবোধ থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া উচিত।’


তবে অভযক্ত বিধায়ক যাদব লাল দেবনাথ বলেন, ‘আমি মোবাইলে নিউজ দেখার সময় এটা চলতে শুরু করে। আমি অসাবধানতবশত কোথাও ক্লিক করে ফেছিলাম সম্ভবত।’


বিধানসভার স্পীকার এবং বিজেপি সভাপতি যে সিদ্ধান্ত দেবেন তা অবশ্যই মেনে নেবেন বলে জানান তিনি।


আজকের সারাদেশ/২ এপ্রিল, ২৩/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল