সকাল ৬:৪৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পচা বেগুন দিয়ে বেগুনি, কাচ্চি ডাইনকে জরিমানা

আজকের সারাদেশ প্রতিবেদন:
খাবারে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার, পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে পচা আলু দেয়া সহ নানা অভিযোগে চট্টগ্রামের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে চকবাজার এলাকার আরো দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে কাচ্চি ডাইনে মোড়কজাত বিধিমালা লঙ্ঘন, অননুমোদিত রাসায়নিক ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকায খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে পচা আলুর ব্যবহার সহ নানা অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকার জামান হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বালি আর্কেড শপিং মলে ‘ব্র্যাবন্ড এভিনিউ’ নামের প্রসাধনীকে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এই অভিযানে সহযোগীতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। জনস্বার্থে এই ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/১০ এপ্রিল ২৩/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি