বিকাল ৫:৩৮, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পচা বেগুন দিয়ে বেগুনি, কাচ্চি ডাইনকে জরিমানা

আজকের সারাদেশ প্রতিবেদন:
খাবারে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার, পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে পচা আলু দেয়া সহ নানা অভিযোগে চট্টগ্রামের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে চকবাজার এলাকার আরো দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে কাচ্চি ডাইনে মোড়কজাত বিধিমালা লঙ্ঘন, অননুমোদিত রাসায়নিক ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকায খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে পচা আলুর ব্যবহার সহ নানা অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকার জামান হোটেল রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বালি আর্কেড শপিং মলে ‘ব্র্যাবন্ড এভিনিউ’ নামের প্রসাধনীকে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এই অভিযানে সহযোগীতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। জনস্বার্থে এই ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/১০ এপ্রিল ২৩/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু