আজকের সারাদেশ প্রতিবেদন :
কক্সবাজারের মহেশখালীতে একাধিক মামলার পলাতক আসামি মকছুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মকছুদ মিয়া হোয়ানক পুঁইছড়া এলাকার বাসিন্দা মৃত আবুল কালামের পুত্র।
পুলিশ জানায়, জনগণের ত্রাস হিসেবে পরিচিত মকছুদ মিয়া দীর্ঘদিন গভীর পাহাড়ে অবস্থান করে আত্মগোপনে ছিল। মাঝেমধ্যে সমতলে এসে জনগণের মাঝে আতঙ্ক ছড়াতে এলাকায় মহড়া দিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে পাহাড়ে বসবাসরত জনগণের মাঝে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় অস্ত্রসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
আজকের সারাদেশ/০৩মে ২৩/ একে