সকাল ৮:৪৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই সেন্টুর পাশে ফারাজ করিম, কিনে দিলেন অক্সিজেন সিলিন্ডার

আজকের সারাদেশ প্রতিবেদন:

ফুসফুসের সমস্যা জনিত কারণে নাকে অক্সিজেনের নল নিয়েই গত সাত বছর অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালানো সেই মাইনুরজ্জামান সেন্টুর পাশে এবার দাঁড়ালেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। অসুস্থতার কথা বিবেচনা করে এসময় সেন্টুকে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার জন্য নগদ ৫৫ হাজার টাকা দেন ফারাজ করিম ।

সেন্টুর নিউজ ও ছবি গণমাধ্যমে প্রকাশের পর তা ফেসবুকে ভাইরাল হয়। এরপরই তার দিকে এ সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফারাজ।

সেন্টু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৭ মে)নগদ ৫৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেন ফারাজ করিম।

এ ব্যাপারে ফারাজ করিম চৌধুরী জানান, ফেসবুকে রাজশাহীর এই রিকশা চালক সেন্টুর খবরটি নজরে আসে তার।সেন্টুর এমন জীবন সংগ্রাম তার হৃদয় ছুঁয়ে যায়। তিনি তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা শুরু করেন। তার ছবি দিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ার পর খোঁজ পান রিকশা চালক সেন্টু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

সেন্টু তাকে জানান, চিকিৎসকরা তাকে একটি অক্সিজেন সিলিন্ডার কেনার কথা লিখে দিয়েছেন। যেটার দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকা। এ কথা শুনে তিনি পুরো টাকাটা তাকে পৌঁছে দিলেন। তবে এজন্য তিনি কোনো প্রচার চান না। সেন্টু এর মাধ্যমে সুস্থ থাকলে তার কাছে সেটাই আনন্দের ও সুখকর হবে বলে জানান ফারাজ।

উল্লেখ্য, মাইনুরজ্জামান সেন্টু রাজশাহী নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা। তার বয়স ৫৫ বছর। সেন্টু রিকশার হেন্ডেলের সঙ্গে অক্সিজেন সিলেন্ডার বেঁধে রিকশা চালান। সিলেন্ডার থেকে বের হওয়া অক্সিজেনের নল সব সমই তার নাকের ভেতর রাখতে হয়। না হলে তার শাস কষ্ট শুরু হয়ে যায়। আর এভাবেই গত সাত বছর ধরে অক্সিজেন নিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সেন্টু।

ফারাজ করিম চৌধুরী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সেন্টু ও তার স্ত্রী চম্পা বেগম তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ সময় তারা ফারাজের জন্য দোয়া করেন।

আজকের সারাদেশ /১৭ মে ২৩ / একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি