সকাল ৯:৫৬, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তের ১৭ দিন পর চার শিশুকে জীবিত উদ্ধার

আজকের সারাদেশ ডেস্ক:

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ১৭ দিন পর আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও আছে।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী হুইতোতোর অন্তর্ভুক্ত উদ্ধার চার শিশুর মধ্যে অপর তিন জনের বয়স যথাক্রমে ১৩ বছর, ৯ বছর ও চার বছর। উদ্ধারকারীদের ধারণা, এই শিশুরা গভীর জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছিল।

হুইতোতো জনগোষ্ঠীর মানুষেরা দুর্গম জঙ্গলে খাপ খাইয়ে চলতে পারার জন্য পরিচিত। শিকার, মাছ ধরা ও খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের অনেক দক্ষতা থাকে। আর খাপ খাইয়ে নেয়ার দক্ষতার কারণে ওই চার শিশু প্রাণে বেঁচে গেছে বলে মনে করা হচ্ছে।

বুধবার (১৭ মে) কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ সফল উদ্ধার অভিযানকে ‘দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেন।

পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর ওই চার শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।’

১ মে বিমানটি গুয়াভিয়ারে অঞ্চলে বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। এর পর থেকে কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ কয়েকশ সেনা মোতায়েন করা হয়।

গত সোম ও মঙ্গলবার সেনারা উড়োজাহাজটির পাইলট এবং আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তারা উড়োজাহাজে করে জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিলেন।

নিহত যাত্রীদের একজনের নাম রানোকে মুকুতুয়ি। তিনি ওই চার শিশুর মা।

এর আগে এক শিশুর পানির বোতল এবং আধখাওয়া কয়েক টুকরা ফল পাওয়া গিয়েছিল।

প্রায় ১৩১ ফুট দীর্ঘ গাছ, বন্য প্রাণী ও ভারী বৃষ্টির কারণে ‘অপারেশন হোপ’ নামের ওই অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়েছিল।

অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটি রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে ইঞ্জিনে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন পাইলট।

সূত্র: আল-জাজিরা

আজকের সারাদেশ/ ১৮ মে/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি