দুপুর ২:৩১, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া আদায়ে ৪টি বাস জব্দ করেছে চবি প্রশাসন

চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২ -২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়সহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ করায় চবি শিক্ষার্থীদের সহায়তায় ৪টি বাস জব্দ করেছে চবি প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এইসব বাস জব্দ করা হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবিতে চলছে রমরমা ব্যবসা। ভাড়া গুনতে হচ্ছে তিন থেকে চার গুণ। খাবারের দাম রাখা হচ্ছে দ্বিগুণ। প্রশাসনের দাবি- প্রশাসন তাদের মনিটরিং চলমান রেখেছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও চালকের কারণে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটছে।

বাস জব্দ করার বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার সাংবাদিকদের বলেন, আমরা আমাদের অভিযান চলমান রেখেছি। যারা ভাড়া বেশি নিচ্ছে তাদের ৪টি বাস আমরা জব্দ করেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান সফলে সকলের সহযোগিতা কামনা করছি।

চবির আই ই আর বিভাগের ১৭-১৮ সেশনের জাহিদুল করিম বলেন, কর্তৃপক্ষ ভাড়া না বাড়ালেও চালকরা স্বেচ্ছাচারিতা করছে। তাই তাদের দমনে প্রশাসনকে আমরা সহযোগিতা করছি। আমরা চাইনা কেউ আমাদের ক্যাম্পাসে এসে ভোগান্তির শিকার হোক। আমরা সবসময়ই এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং আমাদের অভিযান চলমান থাকবে।

গতকাল বুধবার সন্ধ্যায় অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০ জন চালককে জরিমানা করা হয়। এবং ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের প্রতিবাদে রাতে চবির মূল ফটক অবরোধ করে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা ফটক খুলে দেয়।

আজকের সারাদেশ/১৮মে/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি