দুপুর ২:০৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাচাতো বোনকে পিটিয়ে হত্যা, স্ত্রী-শাশুড়িসহ গ্রেপ্তার যুবক

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের আনোয়ারায় কলাপাতা কাটাকে কেন্দ্রে করে চাচাতো বোনকে পিটিয়ে হত্যার হত্যার ঘটনায় স্ত্রী-শাশুড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 শনিবার (২০ মে) রাত ৩ টায় হত্যার ঘটনায় মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে নগরীর পতেঙ্গা থানার ঈশান মিস্ত্রীর হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার জান মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাসিমা আকতার (৩৪) এবং শ্বাশুড়ি ছখিনা খাতুন (৫০)।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।

তিনি জানান, আনোয়ারার বৈরাগ এলাকার ফাতেমা বেগমের (৪৫) সাথে তার চাচাতো ভাই রেজাউলের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে ১৭ মে বিকেল সাড়ে চারটার দিকে কালাপাতা কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ঝগড়ার এক পর্যায়ে পূর্ব পরিকল্পীতভাবে হত্যার উদ্দেশ্যে ফাতেমাকে লোহার রড এবং লাঠি দিয়ে মারধর করে আসামিরা। এক পর্যায়ে তাকে মৃত ভেবে পালিয়ে যায় আসামিরা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র‌্যাব। এক পর্যায়ে আসামিরা পতেঙ্গা থানার ঈশান মিস্ত্রীর হাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এর প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত ৩ টায় (শনিবার) ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২১ মে/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি