সকাল ৮:৫৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এক বছরেই ৩৫ কেজি ওজন কমালেন এই নারী, কীভাবে?

আজকের সারাদেশ প্রতিবেদন

ছিলেন প্রায় ১০০ ছুঁইছুঁই কেজি ওজনের। সেখান থেকেই কিনা এক বছরের মাথায় হয়ে গেলেন ৬৫ কেজি। এই গল্পটা ভারতের বেঙ্গালুরু শহরের দিক্ষা চাবড়ার।

বিশেষজ্ঞদের কথায়, কিছু কিছু ব্যক্তি খুব দ্রুত ওজন কমাতে চান। তাই তাঁরা খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলেন। তবে হঠাৎ করেই খাবারের পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে তাঁদের শরীরে পুষ্টির ঘাটতি হয়। আর এটা কোনওমতেই কাম্য নয়। আর দিক্ষা চাবড়া এই কথাটি ভালো করেই জানতেন। তাই সুষম খাদ্য ও শরীরচর্চার মাধ্যমে ১ বছরের মধ্যেই ৩৫ কেজি ওজন কমিয়ে ফেলেন এই নারী।

ঘটনাচক্রে দিক্ষা হলেন একটি ফিটনেস কনসালটেন্সির প্রতিষ্ঠাতা এবং একজন মা। তাই ওজন কমানোর সময় নিজের স্বাস্থ্যের হাল-হকিকত নিয়ে যথেষ্ঠ বেশি সতর্ক ছিলেন তিনি। আসুন তাঁর ওয়েট লস জার্নি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দিক্ষা জানান, ২০১৬ সালে তিনি ওজন কমানোর জার্নি শুরু করেন। এই সময় তাঁর ওজন ছিল প্রায় ১০০ কেজি। তবে ওজন কমানোর শুরুর দিনগুলিতে তিনি নিজের ডায়েটের দিকে তেমন একটা নজর দেননি। শুধু সকাল বিকেল হাঁটাই ছিল কাজ। এই কৌশলে ওজন দ্রুত কমছিল। কিন্তু ডায়েটে মন না দেওয়ার কারণে তাঁর শরীর খারাপ হতে শুরু করে দেয়। তখন তিনি বুঝতে পারেন, ওজন কমানোর থেকেও সঠিক উপায়ে ওজন কমানোটাই বেশি জরুরি। এটাই তাঁর কাছে ওয়েট লস জার্নির প্রধান টার্নিং পয়েন্ট।

এই সময় থেকেই তিনি নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর ফেরান। তিনি বুঝতে পারেন কোনটা তাঁর খাওয়া উচিত আর কোনটা নয়। এছাড়া সঠিক এক্সারসাইজ প্ল্যান করার বিষয়টাও তিনি এই সময়েই রপ্ত করে নেন। এই পদ্ধতির মাধ্যমে ১ বছরের ভিতরই নিজের টার্গেটেড ওজনে পৌঁছে যান দীক্ষা। এমনকী মিস ইন্ডিয়াতেও অংশগ্রহণ করেন তিনি। এই প্রতিযোগিতায় তিনি ‘মিস বডি ফিট’ পুরস্কার পান।

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি