ভোর ৫:৫২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অত্যাধুনিক বোমা নিষ্ক্রিয়কারী রোবট পেলো সিএমপি

আজকের সারাদেশ প্রতিবেদন:

সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহায়তার আওতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দুটি অত্যাধুনিক রোবট পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিপন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার (২১ মে) রোবট দুটি পরিচালনার বিষয়ে দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু করে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা। এর আগে গত সপ্তাহে সিএমপির কাউন্টার টেরিজম ইউনিটে রোবট দুটি পৌঁছায় বাংলাদেশে মার্কিন দূতাবাস।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার (ডিসি-কাউন্টার টেরিজম) লিয়াকত আলী খান।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ আগে সিএমপির কাউন্টার টেরিজম ইউনিটে রোবট দুটি পৌঁছায় মার্কিন দূতাবাস। রোববার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে রোবট দুটি সেট আপ করে প্রশিক্ষণ শুরু করেন। কাউন্টার টেরিজম ইউনিটের ১৫ জন সদস্যকে অত্যাধুনিক এই রোবট পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ডিসি লিয়াকত আলী খান বলেন, ‘এগুলো অত্যাধুনিক রোবট। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার ক্ষেত্রে মানুষকে যা যা কাজ করতে হয় এই রোবট সেসব কাজ করতে পারে। এগুলো মানুষ দূর থেকে রিমোটি দিয়ে নিয়ন্ত্রণ করবে। প্রাণহানী ও ক্ষয়ক্ষত এড়াতে জরুরী প্রয়োজনে এগুলো ব্যবহার করা হবে।’

২০১৭ সালের ফেব্রুয়ারীতে ঢাকার পরেই চট্টগ্রামে যাত্রা শুরু হয় কাউন্টার টেরোরিজম ইউনিটের। এই ইউনিটের যাত্রা শুরু হয় মূলত সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। একজন উপপুলিশ কমিশনার ও একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে এই ইউনিটের দায়িত্ব দেয়া হয়।

আজকের সারাদেশ/২১ মে/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি