সন্ধ্যা ৭:৩৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে ‘অশ্লিল’ ছবি ভাইরাল, কর্মীদের বিরুদ্ধে মামলা চবি ছাত্রলীগ সভাপতির

আজকের সারাদেশ প্রতিবেদন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বিকৃতি ও ক্যাপশনে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ তুলে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

সোমবার (২২ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়। পরে মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলায় ফেসবুক পেজ CU News – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ, Chittagong University News 24 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ ২৪, ফয়সাল বিন কামরুজ্জামান, মিজানুর রহমান, নিয়াজ আবেদিন পাঠান, নাজমুল সামির, মো. এনামুল হক ও জিসান গাজীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে বিবাদী করা হয়েছে। মামলার আসামি করা ব্যক্তিরা সবাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সাম্প্রতিককালে রুবেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়। এর মধ্যে দুটি নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা হয়। এর মধ্যে একটিতে দুজন নেতাকে রুবেলর পা টিপে দিতে দেখা যায়। আরেকটি ছবিতে কাপড় ছাড়া অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। ছবি দুটি গোপনে কেউ তুলেছেন বলে মনে করা হচ্ছে। যদিও রুবেলের দাবি বিকৃত করা হয়েছে এসব ছবি।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা নানা সময়ে চবি ছাত্রলীগ সভাপতির বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এসব ছবির ক্যাপশনে কুরুচিপূর্ণ মন্তব্য লিখেছেন। এছাড়া চবি ছাত্রলীগ সভাপতির নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্টে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে করে তার সম্মানহানি হয়েছে। ফেসবুক পেজ ছাড়া ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, অভিযুক্তদের টার্গেট ছিল ছাত্রলীগ। তারা চবি ছাত্রলীগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে ফেসবুকে নামে-বেনামে অপপ্রচার করছে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।

আজকের সারাদেশ/ ২২ মে/ এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি