সকাল ৯:৪৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুড়ির মোয়ায় মিললো ১২ হাজার ইয়াবা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে মুড়ির মোয়ার ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাঁকা রাস্তা এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানায় বাহিনীটি।

আটক প্রীয়োতোষ মজুমদার (৫০) আনোয়ার উপজেলার মধ্যম বারখাইন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, রোবাবর কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামে যাচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কর্ণফুলীর পাঁকা রাস্তা এলাকায় তল্লাশী চৌকি বসানো হয়। ওই দিন বিকেল পাঁচটায় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামায় র‌্যাব। এসময় ওই বাস থেকে নেমে এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তার সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশী করা হয়।

তল্লাশীতে তার ব্যাগে থাকা মুড়ির মোয়ার ভেতর কৌশলে লুকানো অবস্থায় ১২ হাজার ইয়াবা ‍উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।

নুরুল আবছার বলেন, ‘তার ব্যাগ তল্লাশী করেও কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তখন ব্যাগে থাকা মুড়ির মোয়াগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় সন্দেহ হয়। এতে একটি মোয়া ভেঙ্গে দেখা যায় ভিতরে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ইয়াবা। ব্যাগে ২৭ টি মোয়া ছিল, সব মিলিয়ে মোয়াগুলোর ভেতর ১২ হাজার ইয়াবা পাওয়া গেছে।’

আটক প্রিয়তোষের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সারাদেশ/২২মে/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি