সকাল ৯:০৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহপাঠীকে হত্যার ৩৩ বছর পর র‌্যাবের হাতে ধরা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের আনোয়ারায় সহপাঠীকে হত্যার ৩৩ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মো. শাহাবুদ্দিনকে আটক করেছে র‌্যাব।

বুধবার নগরীর বায়েজিদ থানার বিআরটিসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তবে বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে জানায় বাহিনীটি।

আটক মো. শাহাবুদ্দিন আনোয়ারার শৈলকাঠি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।

র‌্যাব জানায়, ১৯৯০ সালের ২১ শে মার্চ আনোয়ারার শোলাকাটা গ্রামের একটি মাদ্রাসায় ঝগড়ার সময় শাহাবুদ্দিন তার সহপাঠী মো. সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরবর্তীতে আহত অবস্থায় সবুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে শাহাবুদ্দিন পলাতক। এরমধ্যে ২০০৭ সালের ২৬ জুলাই এই মামলার রায় ঘোষণা করা হয়। আদালত শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডের অর্থ অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয় তাকে।

নুরুল আবছার বলেন, ‘৩৩ বছর ধরে পলাতক এই আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। এক পর্যায়ে তার অবস্থান চিহ্নিত করে বুধবার নগরীর বায়েজিদ থানার বিআরটিসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।’

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/২৫ মে/এএইচ/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি