সকাল ৬:২৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন: ৪৫০ কেন্দ্রে আজমত ২১০৯৭৯, জায়েদা ২২৭৫৫২

আজকের সারাদেশ প্রতিবেদন:

আপডেট: রাত ০১:০৫

রাত ১টার একটু পর গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের বেসরকারি মোট ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০ কেন্দ্রের বেসরকারি ফল প্রকাশ হয়েছে। এতে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৭৯ ভোট এবং টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট।

আপডেট: রাত ১২:৫৭

রাত ১টার কাছাকাছি সময়ে মোট ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৩০ কেন্দ্রের বেসরকারি ফল প্রকাশ হয়েছে। এতে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২ হাজার ২৫ ভোট এবং টেবিল ঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৭৩ ভোট।

আপডেট: রাত ১২:৪৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৪০০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪০০টির ফলাফলে নৌকা মার্কার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৬৪ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৫৫ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১টার পর নির্বাচনী কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার মাত্র ১০ ঘন্টার পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শুরু হয়। এজন্য এ নির্বাচনটি আলাদা গুরত্ব বহন করছে। রাজনৈতিক মহল, পুরো দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

আজকের সারাদেশ/২৬ মে ২৩/জেএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি